বেলকুচিতে দুদক কমিশনার আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম দুর্নীতি প্রতিরোধ কর্মসুচির আওতায় আগামী ১২ জানুয়ারী সকাল ১০ টার সময় অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই সততা সংঘের সমাবেশ ও গণশুনানী উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবনা দুদকের উপ-পরিচালক আবু বক্কার সিদ্দিকী, বেলকুচি উপজেলা পরিশদেও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, থানা অফিসার ইনচার্জ স্জ্জাদ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, পাবনা দুদকের সহকারী পরিচালক গোলাম মওলা, দুর্নীতি দমন কমিশনের বেলকুচি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আহাম্মদ আলী সরকার প্রমুখ।