বেলকুচিতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা ও বয়রাবড়ী এলাকা থেকে হিরোইন ও ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় চালা থেকে ইয়াবাসহ হাবুর হোসেন (২০) ও হাসান প্রামানিক (২৩) এবং হিরোইনসহ বয়রাবাড়ী এলাকা থেকে শফিকুল ইসলাম মাসুদ (২৫) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
গ্রেফতার কৃত হাবলু বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী গ্রামের মৃত আব্দুল হাই’র ছেলে ও হাসান প্রামানিক একই গ্রামের বুদ্ধু প্রামানিকের ছেলে এবং শফিকুল ইসলাম মাসুদ বয়রাবাড়ী গ্রামের আহেজ আলীর ছেলে।
বেলকুচি থানার এস আই নাজমুল হক জানান, পৃথক অভিযান চালিয়ে পৌর এলাকার চালা কালীবাড়ী মোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবলু ও হাসানকে ২০ পিছ ইয়াবা এবং বয়রাবাড়ী গ্রাম থেকে মাসুদকে ৩০ পুরিয়া হিরোইনসহ তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘ দিন যাবৎ মাদক সেবনসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।