বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের বেলকুচির তামাইতে তাঁতীদের নিয়ে বৈশাখী টিভির ১২তম জন্মদিন বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে তামাই অগ্রণী সংসদ মিলেনায়তনে কেক কেটে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এ সময় বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আরিফুল গণি লিমনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডলুম পাওয়ার লুম ওনার্স এসোসিয়েশনের স্থানীয় সভাপতি হাজী ফজলার রহমান তালুকদার, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রুহুল আমীন মন্টু, সাবেক চেয়ারম্যান শামচুল হক খান, দুদকের সহকারী পরিচালক নুর-ই-আলম সাদী, সহকারী অধ্যাপক জাহিদ হাসান দিপু, একুশে টিভির জেলা প্রতিনিধি স্বপন মির্জা, সাংবাদিক জহুরুল ্সলাম, অধ্যক্ষ ফজলূর রহমান, যুবলীগ নেতা আব্দুল মান্নান জোয়াদ্দার। পরে এ উপলক্ষে বের হওয়া একটি র্যালী এলাকা প্রদক্ষিন করে।