বেলকুচিতে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর

বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শাহপুর এলাকার প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায়ে দুইটি আরসিসি রাস্তা ও মুক্তিযোদ্ধা পাঠাগারের শুভ ভিত্তি প্রস্তর শেষে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ডি.এস.এ.উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদারের সং লনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ,সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা ও বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা য্বুলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ৪০ লক্ষ টাকা ব্যয়ে বেলকুচি রামকৃষ্ণ সেবাশ্রমে নির্মান কাজের ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন।