বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন সততা, সদিচ্ছা এবং খোলা মন এই স্লোগানকে সামনে রেখে বেলকুচি উপজেলার চন্দনগাতী মহল্লার স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্ররা তাদের টিফিনের টাকা ও নিজস্ব অর্থায়নে দুস্থ্য অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে। বুধবার সকালে উপজেলার চন্দনগাতী চাইল্ড ফেয়ার কিন্ডার গার্ডেন স্কুলে ছাত্র ও যুবকদের সংগঠন সহায়তা এবং সহায়তার উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরন করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান। কম্বল বিতরন অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সেলর আয়নাল হক, চাইল্ড ফেয়ার কিন্ডার গার্ডেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম চন্দনী, সমাজ সেবক হাজী শাহ আলম মির্জা, রফিকুল ইসলাম রফিক, সহায়তা এবং সহায়তা সংগঠনের সভাপতি রিয়াদ হাসান রবিন, রাকিবুল হাসান, ফয়সাল আহম্মেদ, রুহুল আমিন স¤্রাট, সোয়ব চন্দনী, মাহমুদুল হাসান বুলবুল প্রমুখ। এ সময় একই স্থানে স্বেচ্ছা সেবী সংগঠন নিরাপদ রক্ত বাংলাদেশ এর পক্ষ থেকে বিনামুল্য রক্ত পরিক্ষা করে।