বেলকুচিতে ছাত্র সংগঠন আবির্ভাবের সহায়তা শীতবস্ত্র বিতরন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন সততা, সদিচ্ছা এবং খোলা মন এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরাঞ্চলে ২শ জন অসহায় শিতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্চাসেবী সংগঠন আবির্ভাব।
বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস্ কলেজ (বিইউবিসি) এর ছাত্র-ছাত্রীদের টিফিনের টাকা ও আবির্ভাবের নিজস্ব অর্থায়নে দুস্থ্য অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।
সোমবার সকালে উপজেলার বড়ধুল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে স্বেচ্চাসেবী সংগঠন আবির্ভাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বড়ধুল ইউপি ৪ নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, সমাজ সেবক এস এস খালিদ, তানভীর আন্জুম তুষার, স্বেচ্চাসেবী সংহগঠনের সদস্য গীতা চৌধুরী, আরাফাত রহমান, রাখি আক্তার, লাবু হোসেন, মেহেদী হাসান, অপু আহাম্মেদ, সোলায়মান হোসেন, তাসনিম আহাম্মেদ, আখি আক্তার, রতœা খাতুন, মিতু খাতুন, অর্ক, কায়েস হোসেন, নোভা প্রমুখ।