বেলকুচিতে চোরাই পাঠ্য বইসহ আটক ৩

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে মাদ্রাসা শিক্ষাবোর্ডেও মাধ্যমিকের চোরাই বইসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃরা হলেন উপজেলার চালা আদালতপাড়া এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে কাউছার মিয়া (৩০), জিধুরী গ্রামের মৃত গফুর আলীর ছেলে রেজাউল করিম গিয়াস (৪৫) ও চালা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (২৯)। এ সময় তাদের কাছে থেকে মাদ্রাসা শিক্ষাবোর্ডেও মাধ্যমিকের চুরিযাওয়া এক হাজার এক শত নতুন বইয়ের মধ্য দুই শতাধিক বই উদ্ধার করা হয়েছে। বাকি বই উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, বুধবার রাতে বই চুরির ঘটনার সাথে জড়িত কাউছার ও রেজাউলকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃস্পতিবার দুপুরে ভাঙ্গারি মালের ব্যবসায়ী ও বইচুরি সাথে জড়িত নুরুল ইসলামের কাছে থেকে দুই শতাধিক বইউদ্ধার ও তাকে আটক করা হয়েছে। চুরি যাওয়া বাকি বই গুলো উদ্ধার করতে আসামীদের থানায় আটক রেখে তাদের অথ্য মোতাবেক অভিযান চলছে খুব শ্রিগই বাকি বইগুলো উদ্ধার করা হবে।  উল্লেখ ২৫ ডিসেম্বর (শনিবার) রাতের কোন এক সময় উপজেলা শিক্ষা অফিসের গোডাউন থেকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৮ম ও ৯ম শ্রেণীর এক হাজার এক শতবইবই গুলো চুরি হয়। তাৎক্ষতিক ভাবে মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানকে জানান এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার ৪ দিন পর বই সহ তিন জন আটক হলেন।