বেলকুচিতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাধ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি থানা চত্ত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং ও বেলকুচি থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার ও সদও সার্কেল ফারুক আহাম্মেদ বিপিএল। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহব্বায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, বেলকুচি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ গাজী নজরুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব আলহাজ বদিউজ্জামান বদি, ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, ফরিদ আহাম্মেদ, মীর্জা সোলায়মান প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, ইমাম, সুশিলসমাজ, সাংবাদিক ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।