বেলকুচিতে এফআরআইও স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“উদারতার সাথে শান্তির জন্য নিবেদিত” এই স্লোগাননিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে সেচ্ছাসেবী সংস্থা ফান্ডামেন্টাল রাইটস ইমপ্লিমেন্টেশন অর্গানাইজেশন কর্তৃক পরিচালিত (এফআরআইও) আইডিয়াল স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষনা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার তামাইস্থ স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংস্থা ফান্ডামেন্টাল রাইটস ইমপ্লিমেন্টেশন অর্গানাইজেশন (এফআরআইও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও অত্র স্কুলের প্রতিষ্ঠাতা আশরাফুল আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম, ইউপি সদস্য শাহ আলম মন্ডল, আব্দুল জলিল, এফআরআইও স্কুলের অধ্যক্ষ আমির হামজা সোহাগ প্রমুখ। এসময় অত্র স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।