বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই পরিবারের ৭ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছে।
শুক্রবার বেলকুচি পৌর এলাকার চালা সাতরাস্তা জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে কলেমা পরে ৭ সদস্য নিয়ে ইসলাম ধর্ম গ্রহন করে আনোয়ার ইসলাম।
আনোয়ার ইসলাম (পূর্বের নাম আনন্দ দাস) পৌর এলাকার চালা গ্রামের গৌউর দাসের ছেলে।
চালা ইসলামিয়া দারুলহেপজ ও কওমিয়া মাদ্রাসার সুপার হাজী মওঃ মোঃ রফিকুল ইসলামের কাছে চালা সাতরাস্তা জামে মসজিদে ইসলাম ধর্ম গ্রহন করেণ এবং জুম্মার নামাজ আদায় করে আসোয়ার ইসলাম।
এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁন, সমাজ সেবক মহের প্রামানিক, হাজী লোকমান হোসেনসহ অসংখ মুছুল্লী উপস্থিত ছিলেন। তারা আনোয়ার ইসলামকে ইসলাম ধর্ম গ্রহন করার জন্য স্বাগত জানায়।
ইসলাম ধর্ম গ্রহনকারী আনোয়ার ইসলাম বলেন, ইসলাম ধর্ম আমার কাছে অনেক পুর্ব থেকেই ভালো লাগে। অনেক চিন্তা ভাবনা করে আমরা স্বামী-স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহন করে জুম্মার নামাজ আদায় করলাম। আমার কাছে খুবই ভালো লাগছে ইসলাম ধর্ম গ্রহন করে। সবাই আমার জন্য দোয়া করবেন।