বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের উদ্ধোধন ও উপকার ভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বেলকুচি উপজেলা চক্তরে উপকার ভোগীদের মাঝে বন্ধু চুলা, সুতা কাটা মেশিন, গাভী, স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্থানিয় সরকারের উপ পরিচালক আবু নুর মোহাম্মদ শামছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।