একাত্তর লাইভ ডেস্ক:
এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পাঁচ হাজারেরও বেশি বেকার তরুণ-তরুণী খন্ডকালীন চাকরির সুযোগ পেয়েছেন। বিভিন্ন কোম্পানির স্টল ও প্যাভিলিয়নগুলোতে এক মাস মেয়াদি এই কর্মসংস্থানেই বেশ খুশি তারা। কোম্পানিগুলোও নতুন জনবল পেয়ে খুশি। মেলায় চাকরি পাওয়া তরুণ-তরুণীদের মধ্যে যারা ভালো করবে তাদের কোম্পানিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এক মাসের জন্য তাদের গড়ে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বাণিজ্যমেলায় দেশি-বিদেশি ৫৭৮টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি দেশের ৫৪টি স্টল রয়েছে। প্যাভিলিয়ন রয়েছে ৬৭টি। বিশেষ করে বিদেশি প্রতিষ্ঠান ও দেশি কোম্পানির প্যাভিলিয়নগুলোতে খন্ডকালীন চাকরি বেশি দেওয়া হয়েছে। স্টলগুলোতে তুলনামূকভাবে নতুন কর্মী কম নিয়োগ দেওয়া হয়েছে। তবে সবগুলোতে গড়ে ৫ জন করে নিয়োগ পেয়েছেন। এ হিসাবে নিয়োগ পেয়েছেন ৫ হাজার ৭৮০ জন।
প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বা বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে এসব কর্মী নিয়োগ করেছে। নিয়োগকৃত কর্মীদের বেশির ভাগই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিার্থী।
এ ব্যাপারে ওয়ালটনের প্যাভিলিয়নের এসিস্টেন্ট ইনচার্জ গোলাম কিবরিয়া রিপন জানান, পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে তারা খন্ডকালীন কর্মীদের নিয়োগ দিয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানের অনেক স্থায়ী কর্মচারীরাও মেলায় কাজ করছেন। খন্ডকালীন কর্মীরা তাদের তত্ত্বাবধানে কাজ করেন। কর্মীদের শিফটিং, খাবার এবং যানবাহন সুবিধা দেওয়া হয়।