বৃহস্পতিবারের হরতাল নিয়ে খাগড়াছড়িতে ধূম্রজাল

 খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবীতে বাঙালি সংগঠনগুলোর আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি শহরে মাইকিং করেছে খাগড়াছড়ি পৌরষবা কর্তৃপক্ষ। তবে তাৎক্ষনিক পাল্টা বিবৃতি দিয়ে হরতাল বহাল আছে বলে সাফ জানিয়ে দিয়েছে বাঙ্গালী সংগঠনের শীর্ষ নেতারা।
খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম বলেন, গত সোমবার রাতে পৌরসভায় বাঙ্গালী ছাত্র পরিষদ, পৌর কর্মকর্তা এবং বাজার ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের ভোগান্তির কথা বিবেচনা করে সকলের সিদ্ধান্তে হরতাল প্রত্যাহার করা হয়।অপর দিকে পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন ভূঁইয়া তাৎক্ষনিক বিবৃতি দিয়ে হরতাল কর্মসূচী বহাল আছে জানিয়ে বলেন,হরতাল ঘোষণা দিয়েছে পাঁচটি বাঙ্গালী সংগঠন। অন্য কেউ সেই হরতাল কিভাবে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তা বোধগম্য নয়।