বৃষ্টির পর ইংল্যান্ড শিবিরে স্বস্তি

অনলাইন ডেস্ক :  চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের হয়েই যেন খেলছে স্বাগতিক ইংল্যান্ড। অন্তত বাংলাদেশের সমর্থকদের কাছে ব্যাপারটা সেরকমই। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জিতলেই বাংলাদেশ পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মরগান ও বেন স্টোকস। তাদের ব্যাটের দিকে তাকিয়েই আশা খুঁজছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর:১১৪/৩। ৪৭ রান করে উইকেটে আছেন মরগান আর বেন স্টোকস আছে ৪৬।

জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। প্রথম ছয় ওভারের মধ্যেই হারিয়েছে তিনটি উইকেট। সেসময় স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ৩৫ রান। এরপরই এজবাস্টনে হানা দিয়েছিল বৃষ্টি। যদিও সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫-২০ মিনিট পরে আবার শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই। বৃষ্টি থেমে আবার খেলা শুরুর পর ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন মরগান ও বেন স্টোকস।

বৃষ্টিতে কোনো ক্রিকেট ম্যাচ পণ্ড হলে আক্ষেপের শেষ থাকে না ক্রিকেটপ্রেমীদের। কিন্তু আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাক- এমন প্রত্যাশা হয়তো আছে বাংলাদেশের অনেক ক্রিকেট সমর্থকের। কারণ ম্যাচটি পরিত্যক্ত হলে প্রথমবারের মতো আইসিসির কোনো প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এজবাস্টনে এসেও গেছে সেই ‘কাঙ্ক্ষিত’ বৃষ্টি। যদিও সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫-২০ মিনিট পরে আবার শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই।

গতকাল কার্ডিফে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ বাড়িয়ে রেখেছে বাংলাদেশ। কিন্তু মাশরাফিদের তাকিয়ে থাকতে হচ্ছে আজকের ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। এই ম্যাচে ইংল্যান্ড জিতলে বা ম্যাচটি বৃষ্টির বাধায় পরিত্যক্ত হলেই বাংলাদেশ পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট।