বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল রাজশাহী কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। তবে বৃষ্টির কারণে যথাসময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।টস জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।এবারের বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল:মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, আহমেদ শেহজাদ।রাজশাহী কিংস দল:ড্যারেন স্যামি, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল অপু, আবুল হাসান রাজু, মোহাম্মদ সামি, সামিত পাটেল, উমর আকমল।