বৃটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক সেমিনার নিয়ে সবার কৌতূহল

জাকির হোসেন সুমন ,  ইতালী  :
বৃটিশ পার্লামেন্টের আন্তর্জাতিক সেমিনার নিয়ে সবার কৌতূহলবাংলাদেশে চলমান সহিংসতা,হত্যা,গুম,খুন,রাহাজানি বন্ধ ও গণতন্ত্র রক্ষার্থে নিরেপেক্ষ নির্বাচনকমিশন,নির্বাচনের জন্য বৃটিশ পার্লামেন্টে আগামী ১৯শে অক্টোবর বুধবার স্থানীয় সময় বিকাল ৩ঘটিকায় ভয়েস ফর বাংলাদেশ ও বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন ইউকের যৌথ উদ্যেগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে.উক্ত সেমিনারে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ,স্থানীয় সরকারবিশেষজ্ঞ ও"সুজনের" সম্পাদক জনাব ড. বদিউল আলম মজুমদার অংশগ্রহণের জন্য ইংল্যান্ড যাচ্ছেন, এ সেমিনারে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনা করবেন বৃটিশ পার্লামেন্টস লর্ডস,জনাব লর্ড এন্ড্রু স্টার্নেল,জনাব লর্ড আহমেদ,বৃটিশ পার্লামেন্টে মেম্বার এন্ড্রো গাওনি,রোজার গাউসিফ,গেভিন সুকার,হপকিন্স,লিজ ম্যাকানিস,ইয়াসমিন কোরেশী,সাইমন ডানজাক.এছাড়া আরো উপস্থিত থাকবেন হিউমান রাইটস ওয়াচ এর দক্ষিণ এশিয়ার ডিরেক্টর মিনাকশি গাঙ্গুলি,ফরেন কমনওয়েলথ এর হেড অফ ট্রান্সফারেন্সি ইলিনোর স্টুয়ার্ট,এমিনেস্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়ার প্রধান ওল্ফ বলম্বকবিস্ট ,আন্তর্জাতিক আইনজিবী কার্ল ব্র্যাকলে এবং বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক সহ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।উক্ত সেমিনার এ চেয়ার করবেন বৃটিশ হাউস অফ লর্ডস এর প্রভাবশালী লর্ড জনাব লর্ড আহমেদ.এ বিষয়ে বৃটিশ বাংলাদেশী কমিউনিটি ও বাংলাদেশীদের মধ্যে অনেক কৌতূহল বিরাজ করসে.এ বিষয়ে সেমিনার আয়োজক কমিটির সদস্য কানিজ ফাতেমা ,জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন ও জনাব আলাউদ্দিন রাসেল এর সাথে যোগাযোগ করা হলে ওনারা এই বিষয়ে নিশ্চিত করেন যে এই আন্তর্জাতিক সেমিনার বাংলাদেশের গণমানুষের ভোটের অধিকার,গণতন্ত্র রক্ষা ও মানবধিকার লঙ্গন প্রতিরোধে গুরুতপূর্ণ ভূমিকা রাখবে।