বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ ৬০

অনলাইন ডেস্ক :    দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গায় কার্গোর ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ১২টার দিকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোনো যাত্রী নিখোঁজ আছেন কিনা সে বিষয়ে হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম কিছু বলতে পারেননি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল পানির নিচে ট্রলারটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

শহীদুল বলেন, ঢাকার সোয়ারিঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি কামরাঙ্গীরচরের উদ্দেশে রওনা হওয়ার পর কচুরিপানায় ট্রলারের পাখা আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় পেছন থেকে একটি কার্গো এসে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। কয়েকজন তীরে উঠলেও কেউ নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ অসেনি।