ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসর স্মরণীয় হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ব্যাট ও বল হাতে পারফরম্যান্সের পাশাপাশি বরিশাল বুলসকে অসাধারণ নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন মাহমুদউল্লাহ।তার অসাধারণ নেতৃত্বগুণ গত বিপিএলে সবার নজর কাড়ে। বরিশাল বুলসে প্রথম আসরেই শিরোপার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। কিন্তু মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হার মানতেই হয় তাকে। বছর ঘুরতেই আবারও শুরু হচ্ছে টি-টোয়েন্টি ধামাকা।আগামী ৪ নভেম্বর ৭ দল নিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। মাহমুদউল্লাহ রিয়াদের চাহিদা এখন তুঙ্গে। কুমিল্লা, চিটাগং ও ঢাকাবাদে বাকি ৪টি দল মাহমুদউল্লাহকে পেতে আগ্রহ দেখিয়েছিল। বরিশাল বুলস মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের ঘরে খেলোয়াড় রাখতে পারেনি। মাহমুদউল্লাহর নতুন ঠিকানা খুলনা টাইটান্স। ‘এ’ গ্রেডে থাকা মাহমুদউল্লাহর বেস প্রাইজ ৫০ লাখ টাকা। কিন্তু টাইটান্স থেকে বেস প্রাইজ থেকে অনেকটা বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।বুলস থেকে টাইটান্সে খেলার কারণ প্রসঙ্গে জাতীয় দলের এ অলাউন্ডার বলেন, ‘প্রথম যেদিন খুলনার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলি সেদিন তাদের উষ্ণ অভ্যর্থনায় সত্যিই আমাকে মুগ্ধ করেছিল। আমার মনে হচ্ছিল আমার পরিবার আমাকে স্বাগত জানাচ্ছে। খুলনাকে বেছে নেওয়ার পিছনে এটা বড় একটা কারণ। এছাড়া এখানে যারা আছে তারা সবাই স্পোর্টিং মাইন্ডের। সবাই ক্রিকেটটাকে ভালোবাসে।’নতুন দল, নতুন চ্যালেঞ্জ মাহমুদউল্লাহর সামনে। মাহমুদউল্লাহ জানালেনি দলের সবাইকে নিয়ে খুলনাকে বড় সাফল্য দেওয়ার চেষ্টা করবেন। তার ভাষ্য, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। চেষ্টা থাকবে ভালো টিম স্পিরিট যেন আমাদের থাকে। টি-টোয়েন্টি ক্রিকেটে যার শক্ত মানসিকতা থাকবে তারই সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধারাবাহিক ক্রিকেট খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। খুলনার জন্য কিছু করতে চাই। আশা করি আমরা এবার আরও ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।’বৃহস্পতিবার স্থানীয় হোটেলে খুলনা টাইটান্সের লোগো উন্মোচণ করা হয়। বিপিএলের নতুন দল খুলনা টাইটান্স জেমকন গ্রুপের মালিকানাধীন। এবারের আসরে খুলনার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে আসছেন বাংলাদেশের প্রাক্তন কোচ স্টুয়ার্ট ল, দেশীয় কোচ হিসেবে থাকবেন কাজী এমদাদুল হক বাশার। এছাড়া এরই মধ্যে ৫ বিদেশি ক্রিকেটার সংগ্রহ করেছে খুলনা। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও কেভিন কুপার, ইংল্যান্ডের রিকি ওয়েলস ও বেনি হওয়েল এবং পাকিস্তানের মোহাম্মদ আসগর।
বুলস থেকে টাইটান্সে মাহমুদউল্লাহ

September 29, 2016