নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় নেতাকর্মীদের নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাহিত্য সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ক্রীড়া সম্পাদক আমিুনুল ইসলাম, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খন্দকার মারুফ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গির হোসেন, ছাত্রদল সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।