একাত্তরলাইভডেস্ক: সাদা কস্টিউমে বধূবেশে মেয়েটি দারুণ নাচছেন! তার সঙ্গে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে সুদর্শন যে লোকটি দুমদাম হাত-পা মেলাচ্ছেন, সাধারণত তিনি প্রেমিক কিংবা স্বামী হবার কথা। কিন্তু দর্শকরা বিস্ময় নিয়ে জানতে পারলেন, এই লোকটি মেয়েটির বাবা। অর্থাৎ কন্যা স্বয়ং নিজের বিয়ের পার্টিতে আমন্ত্রিত ৪০০ অতিথির জন্য অভিনব এই সারপ্রাইজ রেখেছিলেন। এবং বলা যায় তাতে তিনি সফল। কারণ বাপ বেটির নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র কয়েক সপ্তাহে মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে সেটি। কন্যা মিকাইলা এলিশন ফিলিপস জানান, ‘বাই বাই বাই এবং কান্ট টাচ দিস’ গানের তালে তালে দর্শকদের করতালির মধ্য দিয়ে তারা এ নাচ শেষ করেছেন। নাচটা তারা বিয়ের আগে এক সপ্তাহ গোপনে অনুশীলনও করেছেন। চার মিনেটের এই নাচটি ছিল খুবই চমকপ্রদ। তার বাবা অনেক আগে থেকেই এটি করবেন বলে পণ করেছিলেন।`মিকাইলা আরও জানান, ‘পুরোটাই বাবার আইডিয়া। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল যে, বাবা মেয়ের নাচ হবে। নিজের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করাটা অনেক বড় সুযোগ। আমি চমৎকার সুযোগটি হাতছাড়া করতে চাইনি।` যদিও মিকাইলা প্রফেশনাল ড্যান্সার। তার স্বামীর সঙ্গে বিংহাম ইয়াং ইউনিভার্সিটিতে ড্যান্স পার্টনার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ‘আমাদের বিবাহ অনুষ্ঠানের এক সপ্তাহ আগে আমরা নিজেরা বসি। আলাপ করি। তাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। প্রতি রাতেই আমরা অনুশীলন করতাম।’ মিকাইলা এ তথ্য জানিয়ে বলেন, ‘বাবা নাচে প্রফেশনাল না। ফলে আমার চেয়ে তাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। খুব কঠিন ছিল পুরো কোরিওগ্রাফিটা। নাচের সঙ্গে তাল মেলানোটাই মূল কাজ ছিল। যে কাজটি বাবা খুব ভালোভাবেই করতে পেরেছে। যে কারণে বাপ বেটির নাচ দেখে অনেকেই খুব হতবাক হয়েছে কিন্ত মন থেকে সবাই আমাদের করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছে।’
বিয়েতে বাপ বেটির নাচে তুমুল আলোড়ন
November 8, 2016