বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু

একাত্তলাইভ ডেস্ক: ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা। চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।এবার ১ হাজার ২২৬টি পদের বিপরীতে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ চাকরিপ্রার্থী অংশ নিচ্ছেন বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে। প্রতি পদের বিপরীতে প্রায় ১৯৯ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন।এর আগে ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি পদের বিপরীতে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি পদের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ এবং ৩৪তম বিসিএসে ২ হাজার ৫২টি পদের জন্য ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।পদ ও আবেদনকারীর সংখ্যা অনুযায়ী, ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে প্রতি পদের বিপরীতে ৯৭ জন, ৩৫তম প্রিলিমিনারিতে ১৩৫ জন এবং ৩৪তম প্রিলিমিনারিতে ১০৮ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।এবারের বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন। গত ৯ আগস্ট ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এবং ২১ সেপ্টেম্বর পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশাবলী প্রকাশ করে পিএসসি।