এম এস শফি
কুমিল্লার দেবিদ্বারের ভৈষের কোর্ট গ্রাম। উপজেলা সদর থেকে অনেক দূরের পথ । এই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সেবক দয়াল নুরুল ইসলাম সুজন এই বিশ্ব পাগল মেলার আয়োজক। এবার চলছে ৮ম মেলার আয়োজন। দয়াল নুরুল ইসলাম হযরত খাজা ওয়ারেস-আল-ক্বরণী (রাঃ) স্মরণে এই বিশ্ব পাগল মেলার আয়োজন করে থাকেন। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পাগল এখানে উপস্থিত হয়। কেউবা ওয়াজ-মাহফিল,কেউবা জিকির আর কেউ গান-বাজনা করে মেলায় তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে। মেলার আগত আশেকান ভক্তদের জন্য তৈরী হয়েছে আলাদা আলাদা প্যান্ডেল। দয়াল সুজন তার আয়োজিত মেলার আগত বিভিন্ন শ্রেনীর মানুষের পাশাপাশি দর্শনার্থীদের জন্য নিজ অর্থায়নে খাবার সরবরাহ থেকে যাবতীয় সুযোগ সুবিধার অয়োজন করছেন। মেলাকে কেন্দ্র করে ভৈষের কোর্ট সহ আশপাশের এলাকায় অসংখ্য ভ্রাম্যমান দোকান চালু এবং মেলার হাট বসেছে। বিভিন্ন খাদ্য দ্রব্য থেকে শুরু করে খেলনা সামগ্রী বিক্রি হচ্ছে এসব দোকানগুলোতে। মূলত দিনের বেলায় কিছুটা নিরব থাকলেও বিকেল থেকেই মেলাস্থানে ব্যস্ততা বেড়ে যায়। পাগলেরা তাদের খেয়ালী মন নিয়ে উপস্থিত দর্শনার্থীদের আকৃষ্ট করে নানাভাবে। সন্ধ্যা থেকে মিলাদ-মাহফিল শুরু হয় । গভীর রাতে চলে বিভিন্ন ইসলামী গান,গজল,মারফতি,শরিয়তি গানবাজনা। মেলা দেখতেও প্রতিদিন আশপাশেরসহ জেলা ও জেলার বাইরে থেকেও অনেক দর্শনার্থী আসে । বৃদ্ধ,যুবকসহ অনেক শিশু কিশোররাও ভীড় করে মেলা প্রাঙ্গনে। ওয়াজ,মাহফিলে উপস্থিত দর্শনার্থীদের জন্য আলাদা প্যান্ডেল তেরী করা হয়। আর এর সার্বিক তত্ত্বাবধানে থাকেন নুরুল ইসলাম সুজন। এবারে বিশ্ব পাগল মেলায় ওয়াজ করেন মাওলানা জয়নাল আবেদীন জালালী,আশকিনা দরবার শরিফের পীর কসবা ব্রাহ্মণবাড়িয়া,মাওলানা আব্দুল আওয়াল খাঁন ফারুকী কচুয়া চাঁদপুর,মাওলানা আব্দুল মান্নান মুজাহিদি চান্দিনা,মাওলানা আব্দুল কুদ্দুস ধনপুর,মাওলানা আব্দুল আলীম শাকতলা,মাওলানা হাসানাত উল্ল্যাহ ফারুকী নুরপুর,মাওলানা এরশাদ দেবিদ্বার,মাওলানা শেখ ফরিদ লাকসাম,মাওলানা শহিদ ্উল্ল্যাহ নাওতলা,মাওলানা আবুল হাসেম পশ্চিম সিং,মাওলানা শাহজাহান বিপ্লবী চান্দিনা,মাওলানা আব্দুর রহমান সিরাজী নবাবপুর,্এমএ সরোয়ার হোসাইন আল কাদ্বেরীপ্রভাষক বরকইট পীর মঞ্জিল আলিম মাদ্রাসা। এদিকে সোমবার মেলার তৃতীয় দিনে কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারন সম্পাদক খাদেম ফিরোজ সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ব পাগল মেলায় দেবিদ্বারে হাজারো পাগলের মিলন মেলা
![](https://ekattorlive.com/wp-content/uploads/2016/10/SAM_0123.jpg)