বিশ্ব গণমাধ্যমে বনানীর আগুন

অনলাইন ডেস্ক : ঢাকার বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর বিশ্বের গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগায় অনেক কর্মী আটকা পড়েছে।

ঘটনাস্থল থেকে ধারণকৃত ভিডিও ফুটেজে ভবনটির জানালা থেকে অনেককে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে বলেও উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যমটি।

সংবাদ সংস্থাটির বরাত দিয়ে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম জিওটিভি ও দ্য নিউজ।

বাংলাদেশে এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে চীনের সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়, বনানীর ভবনটিতে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে একজন মারা গেছেন এবং ৩০ জনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকার সেন্ট্রাল ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ রাসেলের বরাত দিয়ে এই অগ্নিকাণ্ডের খবর প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা।

তিনি জানান, ভবনটির নয়তলায় আগুন লাগায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশের গণমাধ্যম এবং এএফপির বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানায়, বনানীর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি বাংলাদেশের ফায়ার ডিপার্টমেন্ট কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেনের বরাত দিয়ে জানায়, কমপক্ষে ১৯টি ইউনিট এফ আর টাওয়ারের আগুন নেভানো ও উদ্ধারের চেষ্টা করছে।

এছাড়া রাশিয়ার গণমাধ্যম আরটি বনানীর অগ্নিকাণ্ডের ঘটনাটি তাদের ফেসবুক পেজে লাইভ করে।