‘বিরোধীমত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে’

একাত্তরলাইভডেস্ক: বিরোধীমত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের ‘কোনো কারণ ছাড়াই’ গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল এবং সহসভাপতি আতিকুর রহমান সুয়েসকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, ‘সরকার রাজনৈতিকে উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকার প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করতে চায়।  সরকারের নির্দেশ মতো ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর কোনো কারণ ছাড়াই অন্যায় আচরণ করা হচ্ছে।’তারা বলেন, ‘অথচ সরকারের প্রশ্রয় পেয়ে তাদের অংঙ্গ সংগঠন ছাত্রলীগ একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালালেও তাদের কোনো বিচার হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের আজ্ঞাবহ করে বিরোধীমতের মানুষকে দমন করতে প্রতিনিয়ত তাদের ব্যবহার করা হচ্ছে।’নেতৃদ্বয় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।