বিমানবন্দরে যাত্রীর জুতার ভেতর ইয়াবা-গাঁজা

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানারে মাদক বহনের বিষয়টি ধরা পড়ে। এ সময় অভিযুক্ত যাত্রী জমির উদ্দিনকে আটক করা হয়। তার বাড়ি জেলার হাটহাজারী উপজেলায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-আলম গণমাধ্যমকে জানান, আটক যাত্রী আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রী ছিলেন। বিমানবন্দরের বোর্ডিং কাউন্টারে প্রবেশের সময় তার জুতার ভেতরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়।

পরে জুতায় তল্লাশি করে সোলের ভেতর থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযুক্ত জমির উদ্দিনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।