একাত্তরলাইভডেস্ক:বিমানবন্দরে আনসার সদস্য হত্যার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।মঙ্গলবার (৮ নভেম্বর) সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নং কনফারেন্স রুমে নিরাপত্তায় নিয়োজিত সব সংস্থার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।মেনন আরো জানান, বিমানবন্দরের নিরাপত্তায় ঘাটতি নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। হামলাকারী ছদ্মবেশে এসেছিল। তার কাছে পরিচয়পত্র ছিল না।উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (৬ নভেম্বর) শিহাব (২০) নামের এক যুবকের ছুরিকাঘাতে সোহাগ আলী (৩২) নামের এক আনসার সদস্য নিহত হন। এ ঘটনায় জিয়াউর রহমান নামের এক আনসার সদস্য এবং আশিক ও ইশতিয়াক নামের দুজন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য আহত হন। ওই যুবককে আটক করে এপিবিএন সদস্যরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দরে আনসার হত্যা, জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: মেনন
November 8, 2016