বিবেকের সঙ্গে কাজ করুন : বিচারপতি মমতাজ

একাত্তরলাইভডেস্ক: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, নাসিরনগর ঘটনায় অনেকে আপনাদের বিভ্রান্ত করতে পারে। কিন্তু আপনারা তাতে বিভ্রান্ত হবেন না। কারো ডিকটেশনে নয়, নিজের বিবেকের সঙ্গে কাজ করুন।এখানকার পজেটিভ সংবাদগুলো তুলে ধরুন।জেলার নাসিরনগরে তাণ্ডবের ঘটনা পরিদর্শন  শেষে শনিবার বিকেলে  গৌরনদী মন্দিরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়কে বাঁধাগ্রস্ত করতে একটি পক্ষ এমন কাজ করছে। বাংলাদেশকে অশান্ত করার চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা। বিচারপতি মমতাজ বলেন,  সাম্প্রদায়িক শক্তি এদেশের হাজার বছরের ঐতিহ্য নষ্ট করতে পারবে না। শান্তিপূর্ণভাবে ঈদ, পূজা অনুষ্ঠিত হওয়ায় তারা ঠিক থাকতে পারছে না। ফলে এবার তারা নাসিরনগরকে টার্গেট করেছে। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়কে সাহস রাখতে বলেন এবং সরকার তাদের পাশে আছে বলে জানান।এ সময় তার সঙ্গে ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামুল কুমার কর্মকার, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।