বিপিএলের নতুন সময়সূচি

ক্রীড়া প্রতিবেদক : বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দুদিন স্থগিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গত ৪ নভেম্বর বিপিএলের পর্দা উঠে। কিন্তু সেদিন থেকে বৃষ্টির কারণে একটি ম্যাচও মাঠে গড়ায়নি। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ পণ্ড হওয়ার পর শনিবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটি পণ্ড হয়। এরপরই ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। একই সঙ্গে ভেস্তে যাওয়া ম্যাচগুলো পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল।রোববার দুপুরে বিপিএলের নতুন ফিক্সচার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিন দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের মাঠের লড়াই। রাতে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস। নতুন সূচী অনযুযায়ী তিনদিনের ছয়টি ম্যাচটি পুনরায় আয়োজন করছে আয়োজকরা। বিরতিতে থাকা ১০, ২০ ও ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

bpl120161106162953