বিনোদন ডেস্ক : অনাকাঙ্খিতভাবে মাতাল অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসিতে ঢুকে অদ্ভূত আচার-আচরণ করেন স্বঘোষিত ‘সুপারস্টার’ শাকিব খান। গত মধ্যরাতে অর্থাৎ গতকাল শুক্রবার দিবগত মধ্যরাতে চলচ্চিত্র সমিতি নির্বাচনের ভোট গণনাকালে এই ঘটনা ঘটে। বিনা অনুমতিতেই ভোট গণনা কক্ষের ভেতর ঢুকে পড়লেন শাকিব। সংগঠনপির সদ্যসাবেক সভাপতি শাকিব খান এসময় মদ্যপ অবস্থায় ছিলেন। এর আগে শুক্রবার দিনভর অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন। প্রসঙ্গত নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন শাকিব খান।
সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা। কিন্তু গভীর রাতে ভোট গণনার কক্ষের হঠাৎ ঢুকে পড়েন শাকিব। ভোট গণনাকক্ষে কারও প্রবেশের অনুমতি না থাকলেও তিনি পেছনের ছোট ফটক ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন। এতেই হট্টগোল বাধে। ভোটকেন্দ্রের বাইরে সৃষ্টি হয় উত্তেজনা। বিশেষ করে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের কর্মীরা সমর্থকরা এতে ক্ষুব্ধ হন। এসময় শাকিবকে বের হয়ে আসতে বলেন তার। একপর্যায়ে বাইরে থেকে চেয়ারও ছুঁড়ে মারা হয়।
এক পর্যায়ে মিশা সওদাগর শাকিব খানকে ভোটকেন্দ্র থেকে বের করে নিয়ে আসেন। এসময় তাকে ধাওয়া দেন তার প্যানেলের কয়েকজন নেতাকর্মী। তারপর শাকিব গাড়িতে উঠে চলে যান। এই সময় কেউ কেউ তার গাড়ির দিকে স্যান্ডেল ও ইট ছুঁড়ে মারে। এই বিষয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই। আমরা ব্যস্ত ছিলাম, সেই পেছনের গেট দিয়ে প্রবেশ করেছিল বলে দেখতে পাইনি। তবে আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি।
বিতর্ক পিছু ছাড়ছে না স্বঘোষিত ‘সুপারস্টার’ শাকিব কে
