এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন নিরবা ফাউন্ডেশন ও আলোকিত বেলকুচি বিনামূল্য রক্ত পরিক্ষা করেছে। শুক্রবার দিনব্যপি সোহাগপুর নতুন পাড়া আলহাজ উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন নিরবা ফাউন্ডেশন ও আলোকিত বেলকুচি পৃথক ভাবে দুই স্থানে রক্ত পরিক্ষার আয়োজন করেন।
নিরবা ফাউন্ডেশনে অংশ গ্রহন করেণ নিরবা প্রতিষ্ঠাতা সভাপতি ও টেকনিশিয়ান আরাফাত ইসলাম, পরিচালক আলিফ রেদওয়ান বিশ্বাস, আশরাফুল আলম, তন্ময় দাশ, ইউসুফ আলী, সিফাত আহাম্মেদ, রিজভী আহাম্মেদ, রকি কুমার, নাসির হোসেন প্রমুখ।
আলোকিত বেলকুচির পক্ষে উপস্থিত ছিলেন উজ্জল অধিকারী, অনিক সাহা, অভিজিৎ কুন্ডু, সবুজ সরকার, সাব্বির হোসেন, রাকিবুল হাসান লিমন বকুল, টেকনিক্যাল কাজল ও শাহীন প্রমুখ।