কে. এম. রুবেল, ফরিদপুর
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিজ্ঞানকে বাদ দিয়ে আমাদের চলার কায়দা নেই। আমরা আগামী মাসেই স্যাটালাইট যুগে প্রবেশ করতেছি। তিনি আরও বলেন, প্রযুক্তি ও বিজ্ঞান ছাড়া দুনিয়ার কোনো কিছুই সম্ভব না। যতই কাব্য রচনা করি আর যতই গীত রচনা করিনা কেন কিন্তু বিজ্ঞানকে বাদ দিয়ে পৃথিবীর কোন কিছুই সম্ভব হয়না।
মন্ত্রী শুক্রবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গনে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে ঊক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক।
আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করেন।(ফাইলছবি)