বিকেলে ‘ভিশন-২০৩০’ পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার বিকেলে ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করবেন। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ভিশন-২০৩০’ এর পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান সকালে  জানান, যথাসময়েই খালেদা জিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ রূপরেখা চূড়ান্ত করা হয়।

সোমবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে ‘ভিশন-২০৩০’ অনুমোদন দিলেও তা চূড়ান্ত করতে পারেনি দলটি। তাই মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গুলশান কার্যালয়ে আবার স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসে আলোচনা করে বিভিন্ন ধারা-উপধারায় যে সব সংশোধনী এনেছেন। সেগুলো রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনের কাছে উপস্থাপন করেন। পরে চেয়ারপারসন তা চূড়ান্ত অনুমোদন দেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ধারা-উপধারা ও অনুচ্ছেদ নিয়ে কিছু কাজ বাকি ছিল। মঙ্গলবার দুপুরে আলোচনা করে সে সব চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ হবে দ্বি-কক্ষবিশিষ্ট এ ধারাটির পক্ষে-বিপক্ষে অনেক মত এসেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের চেয়ারপারসনের ওপর বিষয়টি ছেড়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল, জাতীয় দৈনিকের সম্পাদক, টেলিভিশন এবং বার্তা সংস্থার সম্পাদক ও প্রধান, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আমন্ত্রণপত্র পৌঁছে দিতে পরেনি।