অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থীদের জন্য ২৪২টি আসন রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের জন্য ৫৮টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা পেয়েছে ১৯টি আসন। আর ২০ দলীয় জোটের শরিকরা পেয়েছে ৩৯টি আসন।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে গণফোরাম পেয়েছে ৭টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ৪টি, নাগরিক ঐক্য ৪টি ও কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে ৪টি আসন।
অন্যদিকে, ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াত ২২টি, এলডিপি ৫টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩টি, খেলাফত মজলিসের ২টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, এনপিপি ১টি, পিপিবি ১টি, জাতীয় পার্টি (কাজী জাফর) ২টি এবং লেবার পার্টি ১টি আসন পেয়েছে।
দল আসন
বিএনপি ২৪২
গণফোরাম ৭
জেএসডি ৪
নাগরিক ঐক্য ৪
কৃষক শ্রমিক জনতা লীগ ৪
জামায়াতে ইসলামী ২২
এলডিপি ৫
জমিয়তে উলামায়ে ইসলাম ৩
খেলাফত মজলিস ২
জাতীয় পার্টি (কাজী জাফর) ২
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১
বাংলাদেশ কল্যাণ পার্টি ১
এনপিপি ১
পিপলস পার্টি অব বাংলাদেশ (পিপিবি) ১
লেবার পার্টি ১
মোট আসন ৩০০
শরিক দলগুলোর সব প্রার্থী বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করলেও কেবলমাত্র এলডিপির সভাপতি অলি আহমেদ চট্টগ্রাম-১৪ আসনে লড়বেন দলীয় প্রতীক ছাতা নিয়ে।