নিজস্ব প্রতিবেদক : বিএনপি ভুলের চোরাবালিতে আটকে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সচিবালয়ে মঙ্গলবার (৩০ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
২৮ মে এক মানববন্ধনে কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার গণবিচ্ছিন্ন হয়ে বিরোধীদলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। তারা এক চোরাবালির মধ্যে ডুবে আছে। যত নাড়াচড়া করবে, ততই তারা ডুববে।’
বিএনপি নেতার এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো জানি, বাংলাদেশের জনগণ জানে ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে আছে, আমরা ডুবে যাব কেন? বিএনপিই ভুলের চোরাবালিতে আটকে আছে।’
আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের কথা বলছে দলটি- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি কোন ক্রিমিনাল অফেন্স করবেন, সেটার সাথে লেভেল প্লেইং ফিল্ডের কি সম্পর্ক জানি না। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা দরকার। তাহলে আমাদের মন্ত্রীরা কেন দুদকের মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন। আমাদের একজন এমপির ৬ মাসের কনভিকশন হয়ে গেছে। ক্রিমিনাল কেসে আমাদের আরেকজন এমপি কারাগারে অন্তরীণ।’
তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতায় আমাদের কোন হস্তক্ষেপ নেই। আদালতের বিচারে যে দোষী সাব্যস্ত হবে তার বিচার হবে, যদি কেউ অভিযোগ থেকে খালাস পান তাহলে তিনি মুক্তি পাবেন। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে- নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য মামলা প্রত্যাহার এটা মামা বাড়ির আবদার ছাড়া আর কিছু না।’
এবার রমজানে রাজধানীতে যানজট অন্যান্য সময়ের তুলনায় বেশি। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যানবাহনের সংখ্যা এত বেড়ে গেছে, সে তুলনায় রাস্তা বাড়ছে না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘ইদানিং দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমার খুব কষ্ট লাগে, এত রাস্তা করলাম, ভাল রাস্তায়ও এক্সিডেন্ট হচ্ছে। এ বিষয়গুলো সমন্বিতভাবে চিন্তা-ভাবনা করার জন্য সবাইকে বলেছি।’
মন্ত্রী বলেন, ‘যানজটের বিরুদ্ধে, দুর্ঘটনার বিরুদ্ধে কিছু স্টেপ আছে। কঠিন সিদ্ধান্ত, সেগুলো যখন নিতে যাব বাধা আসবে। সামনে নির্বাচন। ভোটের রাজনীতিও একটা বিষয়। সেটাও আমাদের দেশে বাধা হয়ে দাঁড়ায়। ৫ বছরের সরকার হলে কঠিন কাজগুলো প্রথম দু’বছরে করা উচিত।’