বিএনপি নেতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর ছেলের বিরুদ্ধে খাগড়াছড়িতে রাষ্ট্রদ্রোহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি: রাষ্ট্রের বিরুদ্ধে যড়যন্ত্র, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করে ফেইস বুকে লেখালেখি এবং তাঁকে হত্যার হুমকী অভিযোগে বিএনপি নেতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে খাগড়াছড়িতে মামলা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে জেলা সন্ত্রাস,নৈরাজ্য ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মো: শানে আলম বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় খাগড়াছড়ির আমালী আদালতে নালিশী মামলাটি দায়ের করেন।
খাগড়াছড়ির আমলী আদালতের সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মো: নোমান শুনানী শেষে খাগড়াছড়ি সদর থানার ওসি কে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।
আদালতে বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আশুতোষ চাকমা ও এডভোকেট মো: আব্দুল মোমিন।