বিএনপি নেতাদের কারাগারে প্রেরণ এখন রেওয়াজ : ফখরুল

একাত্তরলাইভডেস্ক: বিএনপির নেতা-কর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়ার ঘটনা সরকার রেওয়াজে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বিরোধী দলের কর্মী ও নেতৃবৃন্দের নামে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদেরকে মিথ্যা অভিযোগে আটক, রাজনৈতিকভাবে হেনস্তা এবং কারাগারে প্রেরণের মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করা কোনো সুস্থ রাজনীতির পরিচয় নয়। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের কারাগারে নিক্ষেপের ধারাবাহিকতায় সোহেলকে কারাগারে পাঠানো হলো।’তিনি আরো বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার কোনোভাবেই বিরোধী মতকে সহ্য করছে না। তারা গণতন্ত্রের সকল ক্ষেত্রকে সংকুচিত করতে করতে এখন একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে দ্রুততার সাথে পা ফেলছে।’বিএনপিকে ধ্বংস করে এক ব্যক্তির শাসন কায়েম করতেই অপচেষ্টা চালানো হচ্ছে, এ অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের লাগামহীন মিথ্যাচার এবং দাম্ভিকতায় বিএনপিসহ দেশের সকল বিরোধী দল ও সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। এ সকল অন্যায়-অত্যাচার আর দুর্বিনীত শাসনের হাত থেকে রেহাই পেতে দলমত নির্বিশেষে সকলের সোচ্চার হওয়ার বিকল্প নেই।’অবিলম্বে সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ।