নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে মাননববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর,মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং মৎস্য ও প্রাাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে পূজা উদযাপন পরিষদ,জম্মাষ্টনী উদযাপন পরিষদ,সনাতন সমাজ কল্যান পরিষদ ও সনাতন ছাত্র-যুব পরিষদের উদ্যোগে আয়োজিত মানবন্ধন থেকে এ দাবী জানানো হয়।বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নির্মল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাননববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য,সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি এডভোকেট বিদান কানুনগো, সাধারন সম্পাদক সজল বরণ সেন,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক তপন কান্তি দে,খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি নারায়ন মন্দিরের সহ-সভাপতি চন্দ্র শেখর দাশ,আশীষ ভট্টাচার্য্য,সাধারন সম্পাদক নির্মল দেব, খাগড়াছড়ি সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল দাশ,সনাতন সমাজ কল্যান পরিষদের খাগড়াছড়ি সদর শাখার সাধারন সম্পাদক সুজিদ দাশ,সনাতন সম্প্রদায়ের নেতা শিব শংকর দেব,উজ্জল ধর,প্রদীপ দে,রতন কুমার দে,সম্ভু পাল, প্রভাত তালুকদার,সুব্রত ঘোষ,অশোক মজুমদার, ও জয় নিহার দাশ ব্রহ্মচারীসহ বিভিন্ন সনাতন সংগঠনের নেতৃবৃন্দ।
Khagrachari Picture(02) 05-11-2016পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে চার দফা দাবীতে স্বারক স্বারকলিপি দেওয়া হয়।
দাবীগুলোর মধ্যে রয়েছে,নাসিরনগরে সহিংসতার জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ,সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরী পূর্নবাসন,রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে ক্ষতিগ্রস্ত মন্দির,মঠ ও উপাসনালয়গলো আগের অবস্থায় ফিরিয়ে আনা,ও সাম্প্রদায়িক সহিংসতা পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখার সুবিধার্থে বিশেষ ক্ষমতা দেওয়া।