বিনোদন ডেস্ক :মুক্তির আগেই বাহুবলীর রেকর্ড ভাঙল রজনীকান্ত-অক্ষয় কুমারের ‘২.০’ সিনেমাটি।
সারা দেশে ১৫টি ভাষায় ৭ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ‘২.০’। যেখানে ‘বাহুবলী ২’ মুক্তি পেয়েছিল ৬,৫০০টি প্রেক্ষাগৃহে। রজনীকান্তের এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে মাত্র, তারই আগেই এই রেকর্ড। মনে করা হচ্ছে, রজনীকান্তের এই ছবি বক্স অফিসে নতুন ইতিহাস গড়বে।
যদিও ‘২.০’ ছবিটি এ বছরের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দিনক্ষণ পিছিয়ে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামি বছরের ২৫ জানুয়ারি। এই ছবির বাজেট ৪৫০ কোটি টাকা। রজনীকান্তের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকেও। তিনি রয়েছেন খলনায়কের ভূমিকায়। নায়িকার চরিত্রে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে।