নিজস্ব প্রতিবেদক:
‘প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নিয়োগ, অবসর, বেতন ও ভাতা আইন-২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা নিয়োগের দিন থেকে ৪ বছর বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রী পরিষদ সচিব জানান, বাহিনী প্রধানদের বেতন হবে মন্ত্রিপরিষদ সচিবের সমান অর্থাৎ ৮৬ হাজার টাকা। চাকরির বয়সসীমা শেষ হলেও তারা সরকারের অনুমতি সাপেক্ষে ৪ বছরই দায়িত্ব পালন করতে পারবেন।
এছাড়া ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-সংশোধিত আইন-২০১৬’ এবং ‘ধান গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬’ ও ‘বীজ আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সভায় মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।