গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহত সবাই লেগুনার যাত্রী। আহত হয়েছে কমপক্ষে ছয়জন।
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহত সবাই লেগুনার যাত্রী। আহত হয়েছে কমপক্ষে ছয়জন।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন জানান, একটি যাত্রীবাহী লেগুনা গাজীপুরের কোনাবাড়ি থেকে চৌরাস্তার দিকে আসছিল। এ সময় একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়।
পরে আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক আরো চারজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের অবস্থাও আশঙ্কাজনক।