বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৬

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহত সবাই লেগুনার যাত্রী। আহত হয়েছে কমপক্ষে ছয়জন।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন জানান, একটি যাত্রীবাহী লেগুনা গাজীপুরের কোনাবাড়ি থেকে চৌরাস্তার দিকে আসছিল। এ সময় একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়।

পরে আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক আরো চারজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের অবস্থাও আশঙ্কাজনক।