বাসচাপায় আওয়ামী লীগের ২ নেতা নিহত

একাত্তরলাইভডেস্ক: সিরাজগঞ্জে বাসচাপায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলারমুলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুর্নবাসন এলাকার ফজল সেখের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল করিম। স্থানীয়দের বরাত দিয়ে সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলাম  বলেন, আব্দুল কাদের ও আব্দুল করিম সয়দাবাদ থেকে মোটরসাইকেলে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। দুপুরে উপজেলার মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদের মারা যান। গুরুতর আহত আব্দুল করিমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।