বাবা-মার বুকে শিশু সুমাইয়া

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম থেকে গত ৩ এপ্রিল নিখোঁজ শিশু সুমাইয়াকে (৫) উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় এ ঘটনায়জড়িত থাকার অভিযোগে সাবিনা আক্তার বৃষ্টি নামে এক নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।
তিনি বলেন, গত ৩ এপ্রিল বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বড়গ্রাম বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু সুমাইয়া। নিখোঁজের পর সুমাইয়ার বাবা কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে অপহরণের মামলা করেন।
তিনি আরও বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে জুরাইনের একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে শিশু সুমাইয়ার বাবা-মাও উপস্থিত ছিলেন। সুমাইয়ার বাবা বলেন, ‘সুমাইয়া সুস্থ আছে এবং আমাদের সবার সঙ্গে কথা বলছে।’