ক্রীড়া ডেস্ক : অবসর সময়টা বেশ ভালোই উপভোগ করছেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর প্রথম টেস্টে দর্শক হিসেবে খেলা দেখছেন বাংলাদেশের তরুণ পেসার। এর ফাঁকে নিজেকে নতুন করে সাজিয়ে নিচ্ছেন তাসকিন। এবার বল হাতে মাঠে তাকে নতুন রূপে দেখতে পাবে ভক্তরা।সম্প্রতি বাংলাদেশ শিবিরে সবেচেয়ে গতিশীল পেসার তিনি। দলের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে গতির পাশাপাশি দারুণ লাইন ও লেংথে প্রতিপক্ষ শিবিরে ধস নামাতে পারেন ডানহাতি এ পেসার।বাহ্যিক অবয়বে এবার প্রতিপক্ষ ব্যাটসম্যানরাও নতুন রূপে দেখতে পাবে বাংলাদেশি এ পেসারকে। নতুন হেয়ার কাটের সঙ্গে চুলকে বাদামি রঙে রাঙিয়েছেন ২১ বছর বয়সি তাসকিন।বিশ্বফুটবলে অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার নতুন হেয়ার কাটের সঙ্গে চুলকে বাদামি রঙে রাঙিয়েছেন। এ ছাড়া ক্রিকেটে বাদামি ঝাঁকড়া চুলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস ছড়িয়ে থাকেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। টাইগার ভক্তদের বিশ্বাস এবার নতুন হেয়ার কাট নিয়ে নতুন রূপে বোলিংয়ে প্রতিপক্ষ বধের আত্মবিশ্বাস খুঁজে পাবেন তাসকিন।
বাদামি চুলে তাসকিনের নতুন হেয়ার স্টাইল

October 23, 2016