একাত্তরলাইভডেস্ক: সকালবেলা দরজা খুলে বাইরে বেড়িয়ে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না জয়নারায়ণ নগরের বাসিন্দা নরেন্দ্র বাসব। তার ঘর থেকে মাত্র কয়েক ফুট দূরে প্রতিবেশির বাথরুমে যে শুয়ে আছে ভয়ংকর এক কুমির।ঘটনাটা ভারতের বরোদার। নরেন্দ্র বাসবের প্রতিবেশি সুমিত্র প্যাটেলের বাথরুমে গতকাল রোববার পাওয়া যায় কুমিরটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।বিস্ময় সামলে নরেন্দ্র খবর দেন ফায়ার ব্রিগেডে। ছুটে আসেন বন্যপ্রাণী রক্ষার কর্মীরাও। বাথরুম থেকে উদ্ধার করা হয় কুমিরটিকে। পরে বনকর্মীরা সেটিকে নিয়ে যান। নরেন্দ্র বাসব যে কলোনিতে থাকেন, তার পাশ দিয়ে চলে গেছে বানের পানি নেমে যাওয়ার ড্রেন। কুমিরটি সম্ভবত ওই ড্রেনের পানির সাথে ভেসে আসে বলে জানান বন্যপ্রাণী রক্ষার কর্মী রাকেশ।
বাথরুমে কুমির!

October 17, 2016