একাত্তরলাইভডেস্ক: রাজধানীর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব।শুক্রবার রাতে তাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেন র্যাব-১ এর সদস্যরা। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করছেন।তিনি বলেন, রুবেলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ওই ওই তরুণীকে ধর্ষণের দায় স্বীকার করেছে।উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফিরছিলেন ওই তরুণী। পরে রুবেলসহ কয়েকজন মিলে তাকে জোর করে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে ৪ নভেম্বর বাড্ডা থানায় ওই তরুণী বাদি হয়ে মামলা করেন। এতে রুবেল, সালাউদ্দিনসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করা হয়। টঙ্গীর গাজীপুরা এলাকার ওই তরুণী উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারে চাকরি করেন।
গারো তরুণীকে ধর্ষণ : প্রধান আসামি রুবেল গ্রেপ্তার
November 12, 2016