ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের প্রাপ্তির আনন্দের রেশ এখনো কাটেনি। কিন্তু মিরপুরে ব্যাট-বলের ঠুকঠাক শব্দ।একাডেমি মাঠ, ইনডোরে চলছে কঠোর অনুশীলন। তবে জাতীয় দল নয়, ক্রিকেটাররা মাঠে নেমেছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শ্রেষ্ঠত্ব অর্জনে।মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করেছে রংপুর রাইডার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।সকাল ১১টায় অনুশীলন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার বিদেশি ক্রিকেটার আসহার জাইদি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ শেহজাদ, সোহেল তানভীর এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এদিন অনুশীলনও করেছেন তারা। স্কোয়াডের নেতৃত্বে আছেন জাতীয় দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাজছে বিপিএলের ঢামাঢোল
November 1, 2016