অনলাইন ডেস্ক: বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর হঠাৎ চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না তার স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। তাইতো শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সকল শ্রেণির মানুষ। তবে অবাক করার বিষয় চলচ্চিত্রাঙ্গনের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা সংগঠন এই গুণী শিল্পীকে শ্রদ্ধা জানাতে আসেননি।
এদিকে গতকাল বৃহস্পতিবারও যখন আইয়ুব বাচ্চুর লাশ স্কয়ার হাসপাতালে ছিলো, তখন সেখানেও দেখতে পাওয়া যাননি চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনের নেতাকর্মীদের। তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও আসেনি।
শিল্পের কোনো পরিধি নেই। যদিও আইয়ুব বাচ্চু সিনেমার খুব কাছের লোক নয়, তবে তিনি তো শিল্পেরই অংশ। চলচ্চিত্রের মানুষের এই অনুপস্থিতি সত্যিই দৃষ্টিকটু।
কিংবদন্তি এই শিল্পীর কন্ঠ দিয়েছেন অসংখ্য সিনেমার গানে। চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের ‘লুটতরাজ’ সিনেমায় ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গান দিয়ে নব্বই দশকের শুরুতে সিনেমার গানে আসেন আইয়ুব বাচ্চু। তিনি উপহার দিয়েছেন ‘আম্মাজান’র মতো কালজয়ী গান।
এছাড়াও আইয়ুব বাচ্চু গেয়েছেন ‘স্বাগরিকা’, ‘এক ঝাঁক পাখি উড়ে আকাশে’, ‘স্বামী আর ইস্তিরি বানাইছে কোন মিস্তিরি’, ‘এই জগতও সংসারে তুমি এমনও একজন’সহ জনপ্রিয় গান।
শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। জানাযায় অগণিত মনুষের ঢল নামে।