বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মৎস্য প্রানী সম্পদ মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট সদর আসনের সংসদ সদস্যা আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ গতকাল বিকেলে বাগেরহাটের কচুয়া শীব বাড়ী মন্দির পরিদর্শন করেছেন । এসময় উপস্থিত ছিলেন তাদের সাথে উপস্থিত ছিলেন,বাগেরহাটের বিজ্ঞ জেলা ও দায়রাজজ মো: ফজলুল হক,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়া হায়দার,অতিরিক্ত জেলা জজ মো: রেজাউল করিম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ: সবুর মিনা,যুগ্ন জেলা জজ মো: ইয়ারব আলী,মো: ইউছুফ হোসেন,ল্রান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক মো: আবু ইব্রাহিম,মো: আবু হাসান,সিনিয়র সহকারী জজ পলাশ কুমার,মেফতাহুল জান্নাত,সাদিয়া আফরিন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট গৌতম মল্লিক,পলি আফরোজ,আসিফ আকরাম প্রমুখ। পরিদর্শন শেষে শীব মন্দির চত্বরে এলাকাবসী,পুরোহিত ও ভক্তদের উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শীব মন্দির কমিটির সভাপতি সুবোধ সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবু প্রদীপ বসু সন্তুর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তৃতা করেন,বাগেরহাটের বুদ্বি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা বেবী মোরশেদা খানম,মন্দির কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্বা সুভাষ চন্দ্র রায়,নিমাই দত্ত,খোকন মুন্সি,অতিরিক্ত জিপি এ্যাড: ভবরঞ্জন মজুমদার,নন্দ কিশোর সাহা,আশীষ রায়,অচীন দাস,শেখর ব্যানার্জী প্রমুখ। সভায় প্রধান অতিথি আলহাজ্জ এ্যাড: মীর শকাত আলী বাদশা ৬শত বছরের পুরাতন শীব মন্দিরের বিভিন্ন সৃতিচারননহ বাস্তব চিত্র তুলে ধরে বক্তৃতা করেন।
বাগেরহাটে সংসদ সদস্য ও বিচারপতির শিব মন্দির পরিদর্শন
October 28, 2016