বাগেরহাট প্রতিনিধি
দেশের যুব সমাজকে ধংষের হাত থেকে রক্ষা করতে হলে অভিবাবকদের আরো যত্নবান ও সতর্ক হতে হবে। অন্যথায় মাদকের চোবল থেকে ছেলে মেয়েদের রক্ষা করা সম্ভব নয়। বাগেরহাটে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাসব্যাপী মাদক বিরোধী অভিযানের উদ্বোধনী সভায় , মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাড. মীর শওকাত আলী বাদশা এম,পি একথা বলেন ।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হৃষিকেশ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ শফিকুল ইসলাম, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিয়াতুল্লাহ, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু প্রমুখ। বক্তারা মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে দুরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহনের জন্য সচেতন মহলের প্রতি আহবান জানান।