মোয়াজ্জেম হোসেন মজনু-বাগেরহাট প্রতিনিধি: আমাদের মাতৃভূমি প্রাণপ্রিয় বাংলাদেশে ৩-৫ বছর বয়সে একটি শিশুর মানসিক বিকাশের জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে তাই প্রাক-প্রাথমিক শিক্ষা। একজন শিশু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে তা নয়। এ সময় শিশু তার পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। প্রতি দিন শিশু ৪ ঘণ্টা করে বিদ্যালয়ে অবস্থান করে। শিশু প্রায়শ: বিদ্যালয়ে যেতে চায় না। কারণ শিশু বাড়িতেই স্বাচ্ছন্দ বোধ করে।
আর প্রাক-প্রাথমিক শিক্ষা শেষে একটি শিশু জ্ঞান অর্জনের জন্য ৬-১০ বছর বয়স পর্যন্ত যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে তাকে প্রাথমিক শিক্ষা বলে।
প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রাক-প্রাথমিক স্তরে শিশু বিদ্যালয়ে ও বাড়িতে বর্ণমালা ও গণিতের শিক্ষার জন্য গোল গোল বা লম্বা দাগ, ছবি আঁকা বা দেখা, গণনা করা ইত্যাদি করে। শিশু বিভিন্ন প্রাণীর ছবি, ফুলের ছবি ইত্যাদি দেখে পরিবেশের সচরাচর বস্তুর সাথে পরিচিত হয়। এভাবে পর্যায়ক্রমে অংক, ছবি আঁকা, বর্ণমালা ইত্যাদি শেখে। এই সময়ে সহজ প্রকৃতির ছড়া, কবিতা, ছোট ছোট শব্দ গঠন ইত্যাদি বিষয় শিশু শিখতে শুরু করে। এভাবে সে তার চারপাশের জগৎকে চিনতে ও জানতে শেখে। শিশু তার ৩-১০ বছর বয়সে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায়।
প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিশুর জন্য খেলাধূলা ও অন্যান্য বিনোদনের সুযোগ কম। প্রাক-প্রাথমিকের শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে কম যেতে চায়। শিশু বাসায় বিভিন্ন ধরণের কার্টুন বা আকাশ সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়। ফলে তাদের প্রকৃত মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়। যার ফলশ্রূতিতে পরবর্তীতে এই কোমলমতি শিশুরা বিভিন্ন অপরাধ প্রবণতার দ্বারা প্রভাবিত হয়ে ছোট ছোট সামাজিক ও পারিবারিক অপরাধ করে থাকে। সে কৈশরে এসে সহিংসতায় জড়িয়ে পড়ে থাকে। এভাবে তারা একটি পর্যায়ে বিভিন্ন সামাজিক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে।গতকাল সকালে সদরের ১০নং ডেমা ইউনিয়নের ডেমা কেরামতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তরফদার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য মো: বনি আমিনের পরিচালনায় প্রাক-প্রাথমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষায় আইসিটির ব্যবহার বিষয়ে শিক্ষার্থী অভিবাবকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফ নজরুল ইসলাম একথা বলেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মান্নান,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক,অধ্যক্ষ মনিরুল করিম,এস,এম,এমদাদুল হক।অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,স্থানীয় ইউপি সদস্য মো: সজিব তরফদার,নকিব রবিউল ইসলাম,শিক্ষক বিশ্বজিৎ রায়,ফরিদ উদ্দীন তরফদার,শেখ সোহরাব হোসেন,মো: বাপ্পি শেখসহ বিভিন্ন অভিবাবক ও শিক্ষকবৃন্দ। সভায় বক্তারা বলেন,আইসিটি ব্যবহার করে শিশুর শিক্ষা পদ্ধতি আরও সহজ হতে পারে। এনিমেশনের মাধ্যমে এবং বাস্তবের সাথে মিলে এমন ছবি এবং ভিডিও চিত্রের মাধ্যমে শিশুকে বর্ণ, অংক, সংখ্যা, বিভিন্ন বস্তু সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে। শিশু পরিবেশের যাবতীয় বস্তুর ছবি বা এনিমেশনের মাধ্যমে যত সহজে বাস্তব জ্ঞান লাভ করে তা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সম্ভব নয়। সহজ শব্দ গঠন, ছোট গাণিতিক হিসাব, প্রাণির পরিচয় ইত্যাদি ছোট ছোট ইলেক্ট্রনিক্স ডিভাইজের মাধ্যমে শিখে থাকে। বিভিন্ন ধরণের ভিডিও গেমস বা ডকুমেন্টারির মাধ্যমে সে নিজেই বর্ণ, অংক, সংখ্যা, বিভিন্ন বস্তু সম্পর্কে শিখতে পারে। আইসিটি ব্যবহারের ফলে শিশুর আনন্দঘন শিক্ষার পরিবেশ তৈরি হয়। যা তাকে যে কোন বিষয়ে শিক্ষা গ্রহণ সহজতর করে ।বিদ্যালয়ে আইসিটির ব্যবহার হলে শিক্ষকগণ নিয়মিত বিদ্যালয়ে যেতে বাধ্য হবেন। উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোবাইল ফোন সেটের মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত হতে পারবেন। প্রাক-প্রাথমিক পর্যায়ের সমস্ত ছড়া মাল্টিমিডিয়ায় প্রদর্শন করা সম্ভব হলে শিশুরা বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পড়ালেখা শিখতে পারবে। প্রাক-প্রাথমিকের শিশুরা মাল্টিমিডিয়া ক্লাশ রুমকে বড় আসরের খেলার রুম মনে করবে। তারা কার্টুন না দেখে জীবনধর্মী ক্লাশ কণ্টেন দেখে সুশীল মনোবৃত্তি গঠন করবে। বিদ্যালয়ে যাওয়া তাদের নেশায় পরিনত হবে । খেলাধূলা করে ও পড়াশোনা করে তারা সময় পার করবে। বিদ্যালয়ে উপস্থিতির হার শতভাগের কাছাকাছি হবে। শিশুরা বিদ্যালয় ত্যাগ করবে না। শিশুরা ধীরে ধীরে বড় হবে । তারা প্রাথমিক স্তরে উঠে আসবে। প্রাথমিক পর্যায়েও শিশু আইসিটির সংস্পর্শে থেকে একই ভাবে সামগ্রিক প্রাথমিক শিক্ষাকে রপ্ত করতে পারবে। শিশুর মধ্যে মায়া মমতা ও মানবতা বোধ জাগ্রত হবে। শিশু আকাশ সংস্কৃতির কুপ্রভাব থেকে রক্ষা পাবে। পরিবেশের সংকীর্ণতা তাকে আর আচ্ছন্ন করতে পারবে না। সে সুশীল মনের সুন্দর নাগরিক হয়ে গড়ে উঠবে।
বাগেরহাটে প্রাক-প্রাথমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষায় আইসিটির ব্যবহার বিষয়ে শিক্ষাথী ও অভিবাবকদের নিয়ে মতবিনিময় সভা
